কুষ্টিয়ায় আনুশকার দাফন সম্পন্ন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি
৯ জানুয়ারি ২০২১ ১২:১১ | আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ১৪:৫৭
কুষ্টিয়া: রাজধানীর ধানমন্ডি মাস্টার মাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকাল সাতটায় কুষ্টিয়া সদরের নিজ গ্রাম গোপালপুরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
জানাজা শেষে এক মানববন্ধনে অংশ নেন আনুশকা নুর আমিনের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। বিশাল এই মানববন্ধন থেকে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীকে হত্যায় প্রধান অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের কঠোর শাস্তিসহ এই ঘটনার সঙ্গে আরও কারো সংশ্লিষ্টতা থাকলে তদন্তপূর্বক তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।
এর আগে শুক্রবার রাত একটার দিকে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কোমলমতি এই শিক্ষার্থীর লাশ দেখে কান্না ভেঙে পড়েন গ্রামবাসীও।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল নয়টার দিকে আনুশকাকে গ্রুপ স্টাডির কথা বলে ফোন করে একটি বাসায় ডেকে নেয় চার বন্ধু। দুপুর একটার দিকে যৌন নির্যাতনের ফলে মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহান তাকে প্রথম আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা মেয়েটির অবস্থা বেগতিক দেখে কৌশলে কলাবাগান থানায় ফোন করে জানায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে দিহানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দিহানকে গ্রেফতার দেখানো হয়। আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে এই দিহান।