Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৌষের শেষবেলায় তীব্র শৈত্যপ্রবাহ


৯ জানুয়ারি ২০২১ ১১:৩৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ১১:৩৭

ঢাকা: পৌষের বাকি এখনও পাঁচদিন। এই সময়ে তীব্র শীত পড়ার কথা থাকলেও বাস্তবের চিত্র ভিন্ন। ভারী ভারী শীতের পোশাকের পরিবর্তে নগরবাসীর শরীরে দেখা যাচ্ছে হালকা শীতের পোশাক। শীত পোশাকের বেচাবিক্রিতেও ভাটার টান শুরু হয়েছে। কিন্তু আবহাওয়া অফিস বলছে ভিন্ন কথা। জানুয়ারির মাঝামাঝি একটা শৈত্যপ্রবাহ জেঁকে ধরতে পারে। শীত থাকতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত।

আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন সারাবাংলাকে বলেন, ১৩ তারিখ থেকে একটা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রথম মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হিসেবে দেখা হলেও এর তীব্রতা বাড়তে পারে।

বিজ্ঞাপন

সেইসঙ্গে উনি স্মরণ করিয়ে দেন এখনই শীত শেষ হয়নি । আরিফ হোসেন বলেন, গতবছর ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্তও দেশের কোনো না কোনো জায়গায় শৈত্যপ্রবাহ ছিলোই। সেই হিসেবে বলা যায় এখনই শীতের শেষ নয়।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির এক সভার প্রতিবেদনও বলছে, মাঘের বেশ ভালোভাবেই জেঁকে ধরবে শীত।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, জানুয়ারিতে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম সাংবাদিকদের জানান, ১২ তারিখ থেকেই তাপমাত্রা কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে।

 

টপ নিউজ পৌষ শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর