Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী


৮ জানুয়ারি ২০২১ ১৮:৩৪

রংপুর: দেশে গণমাধ্যমগুলো অবাধ স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর সফরে এসে সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। প্রতিটি বিভাগীয় শহরে বিটিভির একটি করে কেন্দ্র হচ্ছে।’

বিজ্ঞাপন

এসময় বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনায় পথে-ঘাটে মানুষ মরে পড়ে থাকবে বলে যারা প্রচার করেছিলো, তারাই ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তাদের অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না। যথাসময়েই দেশে ভ্যাকসিন আসবে।’

অবাধ স্বাধীনতা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সার্কিট হাউস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর