Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের সব র‍্যাংকের সদস্যদের ডোপ টেস্ট করা হচ্ছে: আইজিপি


৮ জানুয়ারি ২০২১ ১৮:০৭

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ পুলিশের লক্ষ্য হচ্ছে- অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার ব্যত্যয় চাই না। কেউ মাদকসেবী থাকলে তাকে পুলিশ থেকে বের করে দেওয়া হবে, আমরা তাদের পুলিশে চাই না। সব র‍্যাংকের সদস্যদের ডোপ টেস্ট করা হচ্ছে। মাদকের সঙ্গে কোনো আপস নয়।’

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বেনজীর আহমেদ বলেন, ‘আমরা ঘরের ভেতর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে চাই। আমরা চেষ্টা করছি আগে আমাদের নিজেদেরকে শুদ্ধ করতে, দুর্নীতিমুক্ত করতে। দেশ অর্থনীতিসহ সব দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রযাত্রায় আমাদের সবক্ষেত্রেই শুদ্ধতা দরকার। তাই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আপনারাই (সাংবাদিকরা) পত্রিকায় লিখেছেন দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা (পুলিশ) করোনার সেবায় প্রথম হয়েছি এবং পুরো পৃথিবীর মধ্যে ২০তম হয়েছি। আমি মনে করি, আমাদের দেশের মানুষ অবশ্যই এই মহা দুর্যোগকে অতিক্রম করতে পারবেন। আমরা ইতিমধ্যে অর্থনৈতিক ক্ষেত্রেও ভাঙা ভাঙা বিপর্যয়ের মধ্যেও ভালো পর্যায়ে আছি। আমি মনে করি আমাদের এই অঞ্চলের ইকনোমিক গ্রোথ সহনীয় এবং আমরা সবাই মিলে তা ঠিক রাখতে পারবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কোনো চাঁদাবাজির প্রশ্নই আসে না। এটি একটি অন্যায় কাজ। কেউ চাঁদাবাজি করলে আমরা সমর্থন করবো না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। পুলিশের কেউ যদি তার প্রফেশনাল দায়িত্বের বাইরে গিয়ে কোনো অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা নেবো। এইসব ব্যাপার আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করি।’

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন- র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ অন্যরা।

ডোপ টেস্ট বাংলাদেশ পুলিশ বেনজীর আহমেদ মাদকসেবী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর