Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র-ব্রিটেনের টিকা আমদানিতে ইরানের নিষেধাজ্ঞা


৮ জানুয়ারি ২০২১ ১৫:১৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০২১ ১৮:৫০

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন থেকে নভেল করোনাভাইরাসের প্রতিষেধক টিকা আমদানির ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। খবর রয়টার্স।

শুক্রবার (৮ জানুয়ারি) ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই নির্দেশনা জারি করেছেন।

এক টেলিভিশন ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন থেকে করোনা টিকা ইরানে আমদানি হবে না। এ কথা তিনি আগেই সরকারের শীর্ষ পর্যায়ে জানিয়েছেন, এবার জনসম্মুখে জানিয়ে রাখলেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি কার্যকর করোনা টিকা উদ্ভাবন করতেই পারতো, তবে করোনা মোকাবিলায় তাদেরকে এমন ভোগান্তিতে পড়তে হতো না।

প্রসঙ্গত, ইরান তাদের নিজেদের উদ্ভাবিত করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। এর আগে, দেশটির শীর্ষ পর্যায় থেকে ঘোষণ দেওয়া হয়েছিল মহামারি মোকাবিলায় নিজেদের করোনা  টিকাই ব্যবহার করবে দেশটি।

আয়াতুল্লাহ আলি খামেনি ইরান করোনা টিকা করোনা ভ্যাকসিন করোনাভাইরাস টপ নিউজ ব্রিটেন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর