নারায়ণগঞ্জে দুলাভাইয়ের ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত
৮ জানুয়ারি ২০২১ ১৩:৪২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২১ ১৭:৩৫
নারায়ণগঞ্জ: ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে বড় বোন জামাইয়ের ছুরিকাঘাতে সুমন আহম্মেদ নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহষ্পতিবার (৭ জানুয়ারি) রাতে মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
সুমন আহম্মেদ কিশোরগঞ্জ জেলার রশিদাবাদ গ্রামের মৃত মোসলেমউদ্দিনের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সাহা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বোন জামাই হাবিবুল্লাহ ও সুমনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবুল্লাহ ছুরিকাঘাত করে সুমনকে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বোন জামাইকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।