পাকিস্তানের ‘সফল’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা
৮ জানুয়ারি ২০২১ ১০:৫৫
পাকিস্তান নিজেদের তৈরি করা ফাতাহ-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে। খবর আনাদলু এজেন্সি।
বৃহস্পতিবার( ৭ জানুয়ারি) পাকিস্তানের সামরিক মুখপাত্র আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-১ বহুমুখী রকেট সিস্টেমটি ১৪০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তান সেনাবাহিনীর আছে হস্তান্তর করা হবে।
#Pakistan today conducted a successful test flight of indigenously developed #Fatah-1, Guided Multi Launch Rocket System, capable of delivering a conventional Warhead upto a range of 140 km. The Weapon System will give Pak Army capability of precision target engagement 1/2) pic.twitter.com/0bqBfOneJK
— DG ISPR (@OfficialDGISPR) January 7, 2021
এদিকে, ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন করায় দেশটির বেসামরিক নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তারা সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
এর আগে, ২০২০ সালের ফ্রেব্রুয়ারি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাদ-২ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান।