Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেতুর টোল ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা: বিচার চেয়ে মহাসড়ক অবরোধ


৭ জানুয়ারি ২০২১ ২২:৫১

বরিশাল: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোল ক্যাশিয়ার আনিচ বিশ্বাস ওরফে রুম্মান হত্যাকারীদের বিচার দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দপদপিয়ার জিরোপয়েন্টে এলাকাবাসী জড়ো হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এসময় সড়কের উভয় দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও নলছিটি থানা ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার। পুলিশ সুপার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি দিবাগত রাতে আনিচ বিশ্বাস রুম্মানকে তার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।

পরদিন নিহতের স্বজন মিঠু বিশ্বাস নলছিটি থানায় হত্যায় জড়িতদের বিরুদ্ধে একটি মামলা করেন।

কুপিয়ে হত্যা সেতুর টোল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর