Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্সফোর্ডের ভ্যাকসিন আমদানি ও জরুরি ব্যবহারের অনুমতি


৭ জানুয়ারি ২০২১ ২২:০৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২১ ২২:৪০

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আমদানি ও জরুরি ব্যবহারের জন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমতি দিয়েছে সরকার। এর ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওই ভ্যাকসিন আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করতে পারবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ঔষধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

বিজ্ঞাপন

মো. সালাউদ্দিন বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যা ভারতের সিরাম ইনস্টিটিটিউট উৎপাদন করছে। কোভিড-১৯ মোকাবিলায় ব্যবহার করার ভ্যাকসিন এটি। ভ্যাকসিনটি আমাদের দেশে আনবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ভ্যাকসিন আমদানির জন্য বেক্সিমকোকে ইমার্জেন্সি ইউজ অথারেজাইশন দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে এটি আমদানির ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না। এটি ব্যবহারের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। তাই আমরাও এটির অনুমোদন দিতে পেরেছি। জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ায় আমদানিকারক প্রতিষ্ঠান এই টিকা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে কিংবা কোনো টিকা কর্মসূচিতে সরবরাহ করতে পারবে।’

এর আগে, ঔষধ প্রশাসন অধিদফতরের ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি ভ্যাকসিনটি জরুরি অনুমোদনের জন্য সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে এটির অনুমোদন দেওয়া হলো বলে জানান ঔষধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক।

বিজ্ঞাপন

আরও পড়ুন
অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ, তৈরি হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা
অক্সফোর্ডের ৩ কোটি ভ্যাকসিন পেতে বাংলাদেশের চুক্তি সই
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রবীণদের শরীরেও সমান কার্যকর
‘অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ’
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগ

অক্সফোর্ড জরুরি আমদানি টপ নিউজ ভ্যাকসিন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর