Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার এতদিন কি করলো, জানতে চান জাপা চেয়ারম্যান


৭ জানুয়ারি ২০২১ ২১:২৯

ঢাকা: টাকা দিয়ে চিকিৎসা নিতেও রোগীকে হাসপাতালে বেড পেতে তদবির করতে হয়, তাহলে সরকার এতদিনে কি করছে বলে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রশ্ন রাখেন।

জি এম কাদের বলেন, ‘করোনা মহামারির প্রথম থেকে প্রস্তুতি নেওয়া গেলে মৃত্যুহার আরও কম হতো। সহনশীলতার কারণে করোনায় মানুষ কম মারা যাচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের কোনো কৃতিত্ব নেই। করোনা আসার আগে আমরা বলেছিলাম চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত করতে। একবছর হতে চলল এখনও অনেক জেলা শহরে করোনা চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে তো নেইই। তাহলে সরকার এতদিনে কি করছে?’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এখন করোনার টিকা নিয়ে আমরা উদ্বিগ্ন। সবেমাত্র প্রকল্প পাস হয়েছে, যন্ত্রপাতি কেনা হবে, তারপর প্রস্তুতি নেওয়া হবে। কিভাবে এই টিকা আসবে, কতগুলো আসবে, কোথায় রাখা হবে, কাদের দেওয়া হবে। কোনো প্রস্তুতি দেখছি না, চিকিৎসার মতো এখানেও হযবরল হবে কিনা স্বাস্থ্যমন্ত্রী আমাদের জানান। আমরা নিশ্চিত হতে চাই।’

সাংবাদিকদের উদ্দেশ্যে এই জাপা নেতা বলেন, ‘অনেকে বলেন আমি মিডিয়ায় বিশেষ সুবিধা পেয়ে থাকি। আজ আমি যতটুকু অর্জন করেছি তার সব কৃতিত্ব মিডিয়ার। তাদের সমালোচনাকে সব সময় স্বাগত জানাই, তারাই আমার প্রকৃত বন্ধু। তবে অনুরোধ হলুদ সাংবাদিকতা যেনো না হয়, কাউকে যেনো টার্গেট করে হেয় করা না হয়। যদিও ভালো সাংবাদিকরা কখনই এটা করেন না।’

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা অনেক কিছু লিখতে পারেন না। আমরা সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিতে চাই। জনগণের অধিকার নিশ্চিত করতে চাই। আমরা হংকং ডেমোক্রেসির মধ্যে আছি, এই গণতন্ত্র এই সময়ের জন্য। আমাদের চেয়ারম্যান কারও রক্তচক্ষুকে ভয় করেন না। তিনি দেশের মানুষের কথা বলেছেন, বলে যাবেন। এখন সুশাসনের ঘাটতি রয়েছে, উন্নয়নের সঙ্গে সুশাসন জরুরি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সমন্বয়কারী অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, লিয়াকত হোসেন খোকা, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা পরিষদের সদস্য নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু।

চিকিৎসা জাতীয় পার্টি জি এম কাদের তদবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর