Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠপর্যায়েও কৃষি প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে: কৃষিমন্ত্রী


৭ জানুয়ারি ২০২১ ২০:০১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২১ ২০:০৩

ফাইল ছবি

ঢাকা: শুধু যন্ত্রপাতি সরবরাহ নয়, যান্ত্রিকীকরণে মাঠ পর্যায়ে কৃষি প্রকৌশলীও নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘সরকার অগ্রাধিকারভিত্তিতে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কৃষকদের দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে যন্ত্রের ব্যবহার বাড়ানো, পরামর্শ দেওয়া ও জনপ্রিয় করতে কৃষি সম্প্রসারণের অধীনে মাঠপর্যায়ে কৃষি প্রকৌশলী নিয়োগের প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে ‘বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ: বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আইইবি’র কৃষি প্রকৌশল বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিযন্ত্রপাতির বেশিরভাগ আসে বিদেশ থেকে, যার দামও অনেক বেশি। তাই, আমরা প্রান্তিক পর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কম দামে, সাশ্রয়ী মূল্যে এসব যন্ত্রপাতি সরবরাহে প্রচেষ্টা চালাচ্ছি। স্থানীয়ভাবে যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ তৈরিতে গুরুত্ব আরোপ করা হচ্ছে। ইতোমধ্যে আমরা জাপানের ইয়ানমার কোম্পানি, ভারতের মাহিন্দ্রসহ অনেকের সঙ্গে আলোচনা করেছি। তাদের এদেশে যন্ত্রপাতি তৈরির বা অ্যাসেম্বল কারখানা স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে। স্থানীয়ভাবে যন্ত্রপাতি তৈরি করতে পারলে একদিকে যেমন যন্ত্রপাতির দাম কমবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।’

সেমিনারে আইইবির কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোয়াজ্জেম হুসেন ভূইয়ার সভাপতিত্বে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম, প্রকৌশলী শাহাদাৎ হোসেন শিবলু, প্রকৌশলী মিছবাহুজ্জামান চন্দন, প্রকৌশলী শফিকুল ইসলাম শেখসহ অন্যরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌশলী মো. আইয়ুব হোসেন।

আব্দুর রাজ্জাক কৃষি প্রকৌশলী কৃষি যান্ত্রিকীকরণ কৃষিমন্ত্রী যন্ত্রপাতি সরবরাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর