Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুলসীগঙ্গা নদী খননের সময় মিললো কষ্টিপাথরের মূর্তি


৭ জানুয়ারি ২০২১ ১৭:৪১

জয়পুরহাট: জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার তুলসীগঙ্গা নদী খনন করার সময় একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় এই মূর্তি জমা দেওয়া হয়েছে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন জানান, উপজেলার পাথরঘাটা এলাকার তুলসীগঙ্গা নদীতে খনন কাজ চলছে। সকালে তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় খননকাজ করার সময় নদীর তলদেশে মূর্তিটি পাওয়া যায়। মূর্তিটি মহা মূল্যবান ও দুর্লভ কষ্টি পাথরের হতে পারে। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। মূর্তিটির ওজন আনুমানিক ১১০ কেজি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানান, পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া মূর্তিটি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।

কষ্টিপাথরের মূর্তি জেলা প্রশাসক তুলসীগঙ্গা নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর