করোনায় আক্রান্ত চসিক প্রশাসক সুজন
৭ জানুয়ারি ২০২১ ১৬:৫৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২১ ১৯:১৬
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন ও তার স্ত্রী তাহমিনা বেগম।
বুধবার (৬ জানুয়ারি) রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাসে সংক্রমণের বিষয়টি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সুজনের ছেলে মহিউল আলম।
সুজনের স্ত্রী তাহমিনা বেগম নগরীর দক্ষিণ কাট্টলীর ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মহিউল আলম সারাবাংলাকে বলেন, ‘আব্বার (খোরশেদ আলম সুজন) আগে একটু জ্বর এবং কাশি ছিল। এখন তেমন কোনো উপসর্গ নেই। আম্মারও সামান্য কাশি ছাড়া আর কোনো উপসর্গ নেই। মঙ্গলবার দুজনের কাছ থেকে নমুনা নেওয়া হয়। গত (বুধবার) রাতে নমুনা প্রতিবেদন পেয়েছি। দুজনই করোনা পজেটিভ। তাদের আপাতত বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হবে।’
খোরশেদ আলম সুজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। গত ৬ আগস্ট সরকার তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।