Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ৯ হাজার ৬ শ পিস ইয়াবাসহ আটক ৪


৭ জানুয়ারি ২০২১ ১৫:১৯

টঙ্গী: গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার হাজীরপুকুর এলাকা থেকে ৯ হাজার ৬ শ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে তাদের আটক করে গাজীপুর র‌্যাব-১-এর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাসুরচর গ্রামের মৃত জমশেদ মোল্লার ছেলে মো. এরশাদ মোল্লা (৩৭), ফেনী জেলার পূর্ব উকিলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ফারুক (৩১), শরীয়তপুর জেলার ডামুড্ডা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম সুমন (৪০) ও ফেনীর চেওরিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে সাহিদুল ইসলাম সোহেব (৩০)।

র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গাজীপুর মহানগরীর গাছা হাজীরপুকুর এলাকায় ইয়াবা কেনা-বেচা হচ্ছে। পরে গাজীপুর মহানগরীর গাছা থানার ছয়দানা হাজীর পুকুরপাড় স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে।

এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯ হাজার ৬ শ পিস ইয়াবা, নগদ ৩ হাজার ১২০ টাকা, ব্যবহৃত প্রাইভেটকার ও আটটি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর