Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকের পুরাতন ভবনে আগুন


৭ জানুয়ারি ২০২১ ১৪:৩৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২১ ১৫:১৮

প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানানো যাবে।

ঢাকা মেডিকেল হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ জানায়, ভবনের চারতলায় আইসিইউ। এর পেছনের ব্যালকোনিতে প্রচণ্ড ধোয়া দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এসির গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে ধোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না।

আগুন ঢাকা মেডিকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর