ইভ্যালিতে যুক্ত হলো হ্যামকো
৭ জানুয়ারি ২০২১ ১৩:০৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২১ ১৫:৫৭
ঢাকা: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডের সঙ্গে যুক্ত হলো দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স পণ্য তৈরি এবং সরবরাহকারী প্রতিষ্ঠান হ্যামকো ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স। এর মধ্যদিয়ে হ্যামকো ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স-এর ফ্যান, লাইট, ইলেকট্রিক সুইসসহ বিভিন্ন পণ্য সামগ্রী নানারকম মূল্যছাড়ের মাধ্যমে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতিকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং হ্যামকো ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা চাই ভোক্তাকে তার সাধ্যের মধ্যে সঠিক এবং ভালো পণ্য ও সেবা প্রদান করতে। সে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোকে ইভ্যালিতে যুক্ত করছি। আশাকরি হ্যামকো ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স এর নানারকম পণ্য ইভ্যালির মাধ্যমে আমরা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাব।
অনুষ্ঠানে ইভ্যালির ক্যাটাগরি হেড (ফ্যাশন ও লাইফস্টাইল) মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, সহকারী ব্যবস্থাপক (ব্যবসায় উন্নয়ন) মো. রাইয়ান ফেরদৌস এবং হ্যামকো ইলেকট্রনিক্স-এর কারখানা প্রধান মো. আজিজুর রহমান, এজিএম (বিক্রয় ও বিপণন) মো. বদর উদ্দিন, সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্ট) মো. মনিমুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।