Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াঙ্গুন থেকে ১০০ রোহিঙ্গা গ্রেফতার


৬ জানুয়ারি ২০২১ ২২:২১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২১ ০৪:২৪

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি বাড়িতে অভিযান চালিয়ে অন্তত ১০০ রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর রয়টার্স।

বুধবার (৬ জানুয়ারি) শ পি থার পৌর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মিয়ানমার পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম টুমোরো নিউজ জার্নালের প্রকাশিত ছবি থেকে দেখা যাচ্ছে, জুতাবিহীন অবস্থায় কয়েকজন পুরুষ এবং মাথায় স্কার্ফ পরিহিত কয়েক ডজন নারী খোলা প্রাঙ্গনে বসে আছে।

এদিকে, রাখাইন রাজ্য থেকে বের হলেই ‘অবৈধ ভ্রমণের’ অভিযোগে রোহিঙ্গাদের আটক করে থাকে মিয়ানমারের পুলিশ।

এ ব্যাপারে, শ পি থার পৌর পুলিশের ক্যাপ্টেন টিন মাউং লিউন জানান, ৯৮ বা ৯৯ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে কোয়ারেনটাইনে সেন্টারে রাখা হবে।

অন্যদিকে, মিয়ানমারে প্রায় ছয় লাখ রোহিঙ্গার বসবাস। তাদেরকে এমন গ্রামে বা শিবিরে রাখা হয়, যেখান থেকে বের হওয়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নেওয়া তাদের জন্য নিষিদ্ধ।

এর আগে, মিয়ানমারের রাখাইন থেকে সেনা অভিযানের মুখে প্রায় ১১ লাখ রোহিঙ্গা পালিয়ে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের কক্সবাজার জেলায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ইতোমধ্যেই, তাদের মধ্যে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীকে দুর্গম ভাসানচরে স্থানান্তর করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ।

ইয়াঙ্গুন গ্রেফতার টপ নিউজ মিয়ানমার রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর