Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড


৬ জানুয়ারি ২০২১ ২১:৫৯

বরিশাল: বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে তরিকুল হাওলাদার মোরসালিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ বুধবার (৬ জানুয়ারি) দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোরসালিন বরিশালের মুলাদী উপজেলার রামারপুল গ্রামের মালেক হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

মামলার তথ্য উল্লেখ করে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল মুলাদী উপজেলার রামারপুল গ্রামে প্রতিবন্ধী তরুণীকে বাড়িতে রেখে তার মা অন্যত্র বেড়াতে যান। এ সুযোগে ওই প্রতিবন্ধীকে ধর্ষণ করে মোরসালিন। তরুণীর ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই মোরসালিন ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

মেয়েকে ধর্ষণের ঘটনায় ২৭ এপ্রিল মোরসালিনকে আসামিকে করে ওই তরুণীর মা থানায় মামলা দেন।

একই বছরের ১০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এসআই শহিদুল ইসলাম মোরসালিনের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেন।ট্রাইব্যুনাল এ মামলায় সাতজনের সাক্ষ্য নিয়েছেন।

আদালত প্রতিবন্ধী তরুণী বরিশাল যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর