Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিন— যুবলীগকে রেজাউল


৬ জানুয়ারি ২০২১ ২১:৩৫

চট্টগ্রাম ব্যুরো: ঐক্যবদ্ধ থেকে ভোটের প্রচারণায় সব নেতিবাচক অপপ্রচারের জবাব দেওয়ার জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৬ জানুয়ারি) চসিক নির্বাচন সামনে রেখে যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘যুবলীগের নেতারাই আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতির হাল ধরবে। সতর্ক থাকতে হবে ত্যাগী নেতাকর্মীরা যেন উপেক্ষিত না হয়, তারা যেন সংগঠন থেকে মুখ ফিরিয়ে না নেয়। সুবিধাবাদীরা সুযোগ নেবে, ব্যক্তির স্লোগান দেবে, নেতার সঙ্গে নেতার দূরত্ব তৈরি করবে। তারা অতি উৎসাহী কর্মকাণ্ড করবে। সুবিধাবাদীদের ভিড়ে ত্যাগীরা যেন কোণঠাসা না হয়।’

যুবলীগ নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে পারছেন। অথচ এ দেশের সংসদেই একদিন জামায়াত নেতারা বসে বলেছিল, দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, ভাইয়ে-ভাইয়ে একটু ঝগড়া হয়েছিল। এরা আবার মাথাচাড়া দিলে একই সুরে কথা বলবে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এ দেশে উগ্রবাদীদের অবাধ বিচরণ হবে।’

নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানিয়ে রেজাউল বলেন, ‘এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার আগে উনার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছিল। সেসময় আমরা প্রতিটি অপপ্রচারের জবাব দিয়ে উনাকে বিজয়ী করেছিলাম। মেয়র হওয়ার পর উনার বিরুদ্ধে জনগণের ধারণা পাল্টে যায়। এখনও ষড়যন্ত্রকারীরা নেতিবাচক প্রচারণা চালাবে। যুবলীগের নেতাকর্মীদের সব অপপ্রচার-ষড়যন্ত্রের জবাব দিতে হবে।’

বিজ্ঞাপন

যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন নগর কমিটির আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার ও মাহবুবুল হক সুমন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক পার্থসারথী চৌধুরী, কেন্দ্রীয় উপক্রীড়া সম্পাদক আবদুর রহমান, সহসম্পাদক নাছির উদ্দিন মিন্টু।

অপপ্রচারের জবাব এম রেজাউল করিম চসিক নির্বাচন মেয়র প্রার্থী যুবলীগ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর