Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে হাজিরা দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু


৬ জানুয়ারি ২০২১ ২০:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বন বিভাগের দায়ের করা একটি মামলায় অভিযুক্ত ছিলেন।

বুধবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ভবনে এ ঘটনা ঘটেছে।

মৃত মো. ইছহাকের (৬০) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর কাঞ্চননগর দুল্যাছড়ি গ্রামের মৃত ফকির আহমদের ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) সুব্রত ব্যানার্জী সারাবাংলাকে জানান, ২০১৮ সালে বন বিভাগের দায়ের করা একটি মামলায় আসামি ইছহাক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে হাজিরা দিতে এসেছিলেন। হেঁটে দোতলায় ওঠার সময় সিঁড়িতে তিনি পড়ে যান। পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইছহাক বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন বলে স্বজনদের বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

পুলিশ পরিদর্শক সুব্রত বলেন, ‘কোতোয়ালী থানা পুলিশের উপস্থিতিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আদালতে হাজিরা বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর