Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের শুনানি পিছিয়ে ৩০ জানুয়ারি


৬ জানুয়ারি ২০২১ ১৮:২৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০২১ ২০:০৫

ঢাকা: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন-২০০২-এর ধারা ৭(ঝ)-এর ব্যত্যয় ঘটিয়ে জামুকা’র সুপারিশবিহীন শুধু বেসামরিক গেজেট নিয়মিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম ৯ জানুয়ারির পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামুকা’র ৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসামরিক গেজেট নিয়মিত করার লক্ষ্যে যাচাইযোগ্য বীর মুক্তিযোদ্ধাদের এদিন সকাল ১০টায় নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কিংবা মহানগরের ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষ্য এবং তথ্য-উপাত্তসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইটে (www.jamuka.gov.bd) পাওয়া যাবে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বীর মুক্তিযোদ্ধা বেসামরিক গেজেট যাচাই বাছাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর