উচ্চতর গবেষণায় সহযোগিতা করতে চায় আমেরিকা
৬ জানুয়ারি ২০২১ ১৭:০০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২১ ১৭:০১
ঢাকা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চতর গবেষণায় সহযোগিতা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নিয়ে এই ইচ্ছা প্রকাশ করেন।
আলোচনা সভায় ইউজিসির পক্ষে আলোচনা করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ অন্যরা।
সভায় দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশন উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে আগ্রহ প্রকাশ করে।
এই সমঝোতার অংশ হিসেবে একাডেমিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠা করতে চায় তারা।
এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে নবীন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ প্রদান, উচ্চশিক্ষা ক্ষেত্রে অনলাইনভিত্তিক মূল্যায়ন এবং ইউজিসির মাধ্যমে ফুলব্রাইট স্কলারশিপ ও ফেলোশিপ প্রদানে তথ্য প্রচারেও সহযোগিতা চেয়েছে আমেরিকান দূতাবাস।
ইউজিসি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মত দেয়নি।