Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে একদিনে লেনদেন কমেছে হাজার কোটি টাকা


৬ জানুয়ারি ২০২১ ১৬:৩৩

ঢাকা: পুঁজিবাজারে একদিনের ব্যবধানে আর্থিক লেনদেন কমেছে ১ হাজার ১৬ কোটি টাকা। এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় আর্থিক লেনদেন কমেছে ৯৬৯ কোটি টাকা।

আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৫৪৬ কোটি টাকা। লেনদেন কমার এই ধারা অপর পুঁজিবাজার চট্রগ্র্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিল। এদিন সিএসইতে লেনদেন কমেছে ৪৭ কোটি টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ১৫৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

বুধবার (৬ জানুয়ারি) দিনশেষে উভয় পুঁজিবাজারে আর্থিক ও শেয়ার লেনদেন কমলেও বেড়েছে সূচক।

বুধবার ডিএসইতে ৩৬১টি কোম্পানির ৫৫ কোটি ২৯ লাখ ২৯ হাজার ৯২৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৭১টির এবং ৭০টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫৭৭ কোটি ৪৬ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৬ কোটি ৮৮ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪০ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮১ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭২ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে, বুধবার অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬৯টি কোম্পানির ৪ কোটি ৭৬ লাখ ৪ হাজার ২৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ১০৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৫৫ কোটি ৪৯ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৯৪ পয়েন্টে উন্নীত হয়।

বিজ্ঞাপন

পুঁজি বাজার লেনদেন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর