বাস পোড়ানো মামলা: বিএনপির ১৭৮ নেতাকর্মীর জামিন
৬ জানুয়ারি ২০২১ ১৪:৫০
ঢাকা: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বেশকয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
আদালতে বিএনপি নেতা কর্মীদের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, মাকসুদুল্লাহ, রোকনুজ্জামান সুজন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।
আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী কায়সার কামাল বলেন, ‘গত ১২ নভেম্বরের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ১৩টি মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭৮ নেতাকর্মীকে আগামী ৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।’
এর আগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষে জামিন চেয়ে ৩০টি আবেদন করা হয়।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের দিন নাশকতার উদ্দেশ্যে একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেয় দুর্বত্তরা। এছাড়া নির্বাচনি এলাকায় দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেও। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা দায়ের করে।