ধর্ষণের মিথ্যা মামলা দায়ের, বাদীর ৭ বছর কারাদণ্ড
৬ জানুয়ারি ২০২১ ১৩:১৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০২১ ১৬:৩৯
জয়পুরহাট: ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করার দায়ে বাদীকে সাত বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ও জেলা জজ মো. রোস্তম আলী বুধবার (৬ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, কালাই উপজেলার বিয়ালা গ্রামের বাদী নন্দ রাণী মালী গত ২০১৪ সালের ২১ এপ্রিল রাতে ধর্ষণের অভিযোগ এনে একই গ্রামের আবুল হায়াতের বিরুদ্ধে ২২ এপ্রিল ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনাটি মিথ্যা বলে আদালতে তদন্ত রিপোর্ট দেয়। এতে বাদী নারাজি দিলে আদালত তা আমলে নেয়। আজকে মামলাটির সাক্ষির তারিখ ছিল। বাদী নন্দ রাণী আদালতে এসে মামলাটি মিথ্যা বলে সাক্ষি দিলে আদালতের বিচারক মিথ্যা মামলা করার অভিযোগে বাদীর বিরুদ্ধে ওই আদেশ দেন। পরে আদালতের নির্দেশে বাদীকে জেলা কারাগারে পাঠানো হয়। আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী। আর আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন কাজী রাব্বিউল হাসান মোনেম।