ইরফান সেলিমকে ২ মামলায় অব্যাহতির সুপারিশ আদালতে
৬ জানুয়ারি ২০২১ ০০:৩৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২১ ০০:৪১
ঢাকা: চকবাজার থানায় দায়ের করা অস্ত্র ও মাদক মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের অব্যাহতির সুপারিশ করে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন আদালতে পৌঁছেছে। ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লাকে অভিযুক্ত করে এই দুই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মঙ্গলবার (৫ জানুয়ারি) এ প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন।
এর আগে, ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে র্যাবের দায়ের করা দুই মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের তথ্য জানা যায় সোমবার (৪ জানুয়ারি)। জানা যায়, লালবাগ থানায় দায়ের করা ওই মামলার এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে তদন্তে প্রাপ্ত তথ্য ভিন্ন হওয়া এবং অভিযোগের পক্ষে ‘তথ্য-প্রমাণ না পাওয়ায়’ দুই মামলায় ইরফান সেলিমকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন-
- কাউন্সিলর পদ থেকে বরখাস্ত ইরফান সেলিম
- ইরফান সেলিম ও সহযোগীদের বিরুদ্ধে র্যাবের ৪ মামলা
- হাজী সেলিমের ছেলে ইরফান ও দেহরক্ষীর ১ বছরের কারাদণ্ড
- ‘সুনির্দিষ্ট অভিযোগেই ইরফান সেলিমকে গ্রেফতার করা হয়েছিল’
- নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: হাজী সেলিমের গাড়িচালক কারাগারে
- ইরফান সেলিম ও দেহরক্ষীকে জিজ্ঞাবাসাদে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
- ইরফান সেলিমের বাসায় বিপুল পরিমাণ ওয়াকিটকি-ইলেকট্রনিক ডিভাইস
এরই মধ্যে মঙ্গলবার ইরফান সেলিমের বিরুদ্ধে বেআইনিভাবে ওয়াকিটকি ও মাদকদ্রব্য রাখার অভিযোগের দুই মামলায় জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। অন্যদিকে, এদিন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের বলেন, মামলা দু’টিতে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে হাতে পেলে তারপর তাতে নারাজি দেওয়া বা পরবর্তী সিদ্ধান্ত নেবে র্যাব।
জানা গেছে, গত ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় এমপি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের গাড়িটি ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে ইরফানের সঙ্গে থাকা অন্যরা তাকে মারধর করেন।
ওই ঘটনায় ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদ, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন।
পরে ২৬ অক্টোবর পুরান ঢাকায় হাজী সেলিমের বাসায় দিনভর অভিযান চালায় র্যাব। ইরফানকে দেড় বছর ও তার দেহরক্ষীকে এক বছরের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার হওয়ায় ইরফান সেলিম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করে র্যাব।
অব্যাহতির সুপারিশ অস্ত্র মামলা ইরফান সেলিম টপ নিউজ দুই মামলায় জামিন মাদক মামলা হাজী সেলিমের ছেলে