Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিনি ট্রাকের পাটাতনে বিশেষ কায়দায় ফেনসিডিল বহন, গ্রেফতার ৪


৫ জানুয়ারি ২০২১ ২৩:৫৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২১ ০০:২৪

ঢাকা: রাজধানীর মিরপুর আহম্মেদনগর পাইকপাড়া এলাকা থেকে ৭৭৫ বোতল ফেনসিডিলসহ চার  মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। ওই ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কায়দায় ফেনসিডিলের বোতলগুলো লুকানো ছিল।

মঙ্গলবার (৫ জানুয়ারি) র‌্যাব-৪-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর মডেল থানার আহম্মেদনগর পাইকপাড়া এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এসময় একটি মিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ চেম্বারে অভিনব কৌশলে বহন করা ৭৭৫ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার জন হলেন— যশোরের মো. আবদুল কাদের (৫৮), লিটন বিশ্বাস (৫০), মো. সুমন হোসেন (২৪) ও মাদারীপুরের মো. আলম শিকদার (৪৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, গ্রেফতার এই চার মাদক কারবারি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে অভিনব পদ্ধতিতে মিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ চেম্বারে করে সেগুলো বহন করে থাকে। এসব ফেনসিডিল রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন প্রান্তে তারা বিক্রি করে থাকে।

গ্রেফতার চার জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতার ৪ ট্রাকের পাটাতনে ফেনসিডিল ফেনসিডিল মিনি ট্রাক র‌্যাব-৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর