Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ মাসের শিশুকে হত্যা: কারাগারে বাবা


৫ জানুয়ারি ২০২১ ১৯:৩১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২১ ২২:২৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মুন্সি মার্কেট এলাকায় আট মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া তাকে এ আদেশ দেন।

এদিন দক্ষিণখান থানা পুলিশ আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজির করেন। রফিকুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়। পরবর্তীতে রফিকুল স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত সোমবার (৪ জানুয়ারি) সকালে ওই মুন্সি মার্কেট এলাকায় শিশুটি ফুফুর বাসায় ওঠে। সেখানেও স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে রফিকুল শিশুটিকে একাধিকবার ফ্লোরে আছাড় দেন। ঘটনাস্থলেই শিশু রাব্বী মারা যায়। এই ঘটনার পরপরই রফিকুল ইসলামকে আটক করে পুলিশ।

কারাগার শিশুকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর