Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে চীনের অবৈধ করোনা টিকা, তদন্ত শুরু


৫ জানুয়ারি ২০২১ ১৭:৫০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২১ ১৮:২৯

ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো ডুতার্তের নিরাপত্তা রক্ষী এবং দেশটিতে অবস্থানরত হাজার হাজার চীনা শ্রমিককে মহামারি করোনাভাইরাসের অননুমোদিত চীনের উদ্ভাবিত করোনা টিকা দেওয়ার বিষয়টি তদন্ত করবে ফিলিপাইন। খবর বিবিসি।

সোমবার (৪ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য সচিব ফ্রান্সিস্কো ডুকে এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

এ ব্যাপারে ফ্রান্সিস্কো ডুকে গণমাধ্যমকে বলেন, চীন থেকে অবৈধ পথে টিকাগুলো কীভাবে ফিলিপাইনে আসলো এবং কীভাবে সেগুলো প্রয়োগ করা হলো তদন্ত করে তা বের করা হবে।

এ বিষয়টি তদন্তে খাদ্য ও ওষুধ প্রশাসন সরকারি তদন্তকারী ও শুল্ক কর্মকর্তাদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন ফ্রান্সিস ডুকে।

এর আগে, ফিলিপাইনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে ব্যবহারের জন্য কোনো অনুমোদিত টিকা না থাকার পরও নভেম্বরে ফিলিপাইনে কর্মরত এক লাখ চীনা নাগরিককে চীন থেকে অবৈধ পথে আসা কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্টের দেহরক্ষী দলের সদস্যরাও ওই টিকা গ্রহণ করেছেন।

এদিকে, ফিলিপাইন করোনা সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে। এরই মধ্যে, অ্যাস্ট্রাজেনকা, নোভাভাস্ক এবং ফাইজারসহ বেশ কয়েকটি কোম্পানির কাছ থেকে প্রায় আট কোটি টিকা কেনার পরিকল্পনা করছে দেশটি।

অবৈধ টিকা করোনা টিকা করোনা ভ্যাকসিন চীন ফিলিপাইন রড্রিগো ডুতার্তে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর