নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে: পলক
৫ জানুয়ারি ২০২১ ১৬:৩০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২১ ১৮:২১
ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ শুধু ডিজিটাল বাংলাদেশই হবে না, বাংলাদেশ হবে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশে যে ১১ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তারা যেন সেটা নিরাপদে ব্যবহার করতে পারে সেজন্য কাজ করছে সরকার।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সাইবার সিকিউরিটি বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা অর্জনের লক্ষ্যে আয়োজিত ‘জাতীয় সাইবার ড্রিল-২০২০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্ট ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০’ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘বাংলাদেশের যে ১ হাজার ৪০০ সেবা গর্ভমেন্ট প্ল্যাটফর্মে অনলাইনে দেওয়া হচ্ছে তা যেন মানুষ নিরাপদে ব্যবহার করতে পারে, যে ৯ কোটি মোবাইল ব্যাংকিং লেনদেনের অ্যাকাউন্ট রয়েছে, তারা যেন কোনো প্রতারণার শিকার না হয়, তারা যেন নিরাপদে ব্যবহার করতে পারে- আমরা সেলক্ষ্যে কাজ করছি।’
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ৭৩তম স্থান থেকে ৮ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উন্নীত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব হিসেবে গড়ে তোলা হবে। বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তরুণ মেধাবীদের সেভাবে তৈরি করা হবে।’
তিনি বলেন, ‘দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সাইবার নিরাপত্তা নিশ্চিতে আইসিটি বিভাগ কাজ করছে। দেশের ব্যাংকিং, হেলথ, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি এজিন্সির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশে এক হাজার সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করা হবে। এর মাধ্যমে সাইবার সিকিউরিটিতে বাংলাদেশের মেধাবী সাইবার নিরাপত্তা কর্মীরা বিশ্বে অবদান রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে বসেই বিপুল বৈদেশিক মুদ্রা আয় করবে। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অবদান রাখার মতো আগামীতে বিশ্বকে সাইবার ঝুঁকিমুক্ত রাখবে বাংলাদেশ।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. রেজাউল করিম এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল বাংলাদেশ নিরাপদ