সব দেশেই করোনার টিকা রফতানির অনুমোদন রয়েছে: সিরাম সিইও
৫ জানুয়ারি ২০২১ ১৫:৪৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২১ ১৬:৫৬
ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন সব দেশেই রফতানির অনুমতি রয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা।
এ নিয়ে সোমবার দিনব্যাপী বিভ্রান্তির পর মঙ্গলবার (৫ জানুয়ারি) এক টুইটার পোস্টে পুনাওয়ালা লেখেন, জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় আমি দু’টি বিষয় পরিস্কার করতে চাই। সব দেশেই ভ্যাকসিন রফতানির অনুমতি রয়েছে এবং ভারত বায়োটেক নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে একটি বিবৃতি দেওয়া হবে।
This should clarify any miscommunication. We are all united in the fight against this pandemic. https://t.co/oeII0YOXEH
— Adar Poonawalla (@adarpoonawalla) January 5, 2021
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যস্ট্রেজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন ভারতে উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। দেশের ওষুধ খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসউটিক্যালসের মাধ্যমে সেই ভ্যাকসিন বাংলাদেশে আনতে এরই মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি করেছে সরকার। তবে ভারত সরকার এই ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করছে— আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে গতকাল দিনভর বিষয়টি ছিল আলোচনায়।
রোববার (৩ জানুয়ারি) ভারত সরকার সিরাম উৎপাদিত ওই ভ্যাকসিন প্রয়োগে জরুরি অনুমোদন দেয়। সোমবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা এপি’কে দেওয়া সাক্ষাৎকারে জানান, অনুমোদনের সঙ্গে ভারত সরকার সিরামকে শর্তও দিয়েছে। ওই শর্ত অনুযায়ী, ভারতের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ভ্যাকসিন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ভ্যাকসিন রফতানি করা যাবে না। কেবল রফতানি নয়, ভারতের বাজারে বেসরকারিভাবে এই ভ্যাকসিন বিপণনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভারত থেকে ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা থাকলে সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন বাংলাদেশে কিভাবে পাবে— এমন প্রশ্ন থেকে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশ্বস্ত করেন, এই নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের কোনো সমস্যা হবে না। অন্যদিকে, বেক্সিমকো কর্তৃপক্ষও জানায়, ভ্যাকসিন রফতানি নিয়ে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে প্রভাব ফেলবে না।