Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেতন পরিশোধ না করলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা’


৫ জানুয়ারি ২০২১ ১৫:০৪

ঢাকা: ইতালিয়ান এক নাগরিকের মালিকানাধীন এ ওয়ান বিডি লিমিটেড তাদের ১ হাজার ১০০ শ্রমিকের এক বছরের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে আগামী ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।

বিজ্ঞাপন

আমিরুল হক আমিন বলে, ঢাকা ইপিজেডে অবস্থিত বিদেশি মালিকানাধীন এ ওয়ান বিডি লিমিটেড ২০২০ সালের ১৮ এপ্রিল প্রায় ১১০০ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ না করে বন্ধ করে দেয়। যা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অসদাচরণের শামিল।

তিনি বলেন, বেপজা, কলকারখানা অধিদফতরসহ সংশ্লিষ্ট সবাই এটি জানে। কিন্ত কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। তাই এ ওয়ান বিডি লিমিটেড খুলে দেওয়া এবং এক বছরের বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে কর্মীরা চারটি দাবি জানান। দাবিগুলো হলো, ওই কারখানার মালিক বাংলাদেশ থেকে যেন পালিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করা, বেআইনিভাবে বন্ধ করা কারখানাটি খুলে দেওয়া, আইনানুগ ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা এবং শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদান করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কামরুল হাসান ও এ ওয়ান বিডি লিমিটেডে শ্রমিকরা। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সাভারের ইপিজেডে অবস্থিত এ ওয়ান বিডির সামনে বকেয়া বেতন দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।

বিজ্ঞাপন

এ ওয়ান বিডি লিমিটেড জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর