Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি ক্রয়ে দক্ষতা অর্জনে বিচারকদের প্রতি আইনমন্ত্রীর তাগিদ


৫ জানুয়ারি ২০২১ ১৫:০০

ঢাকা: বিচারকাজের পাশাপাশি সরকারি ক্রয়ের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে বিচারকদের প্রতি তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সরকারি কাজ করার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেলে বিচারক হিসেবে কর্মদক্ষতা বাড়বে। এসময় তিনি একবিংশ শতাব্দির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিচার বিভাগকে আধুনিকীকরণের ওপরে জোর দেন।’

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিচারকদের ই-প্রকিউরমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘বিচারকদের উন্নত ও আধুনিক প্রশিক্ষণ দেওয়া হলে তারা বিচার বিভাগের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন। তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের নিজস্ব দক্ষতা ও ইনোভেশনের মাধ্যমে বিচার সেবা দিতে নিত্যনতুন পরিবর্তন আনতে পারবেন।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এরইমধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যে সরকার ডিজিটাল পদ্ধতিতে দ্রুত এবং সহজে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।’

প্রশিক্ষণে অংশ নেওয়া বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান আইন ও বিধিমালা সঠিকভাবে অনুসরণ করে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সময়মত সরকারি ক্রয় কার্যাবলি সম্পাদন করতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়। দুর্নীতি দূর করে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। অনেক সময় পুরনো পদ্ধতিতে সরকারি ক্রয়সংক্রান্ত বিষয়ে দুর্নীতির সুযোগ থাকে সরকারের প্রকিউরমেন্ট সংক্রান্ত বিষয়ে দুর্নীতি হ্রাস করে দ্রুত সময়ে সঠিক আইটেম ও সঠিক মূল্যে তা পাওয়ার ক্ষেত্রেই প্রকিউরমেন্টের গুরুত্ব অপরিসীম।’

বিজ্ঞাপন

আনিসুল হক বলেন, ‘বিচারকদের বিচারকাজের পাশাপাশি বিভিন্ন প্রকৃতির সরকারি ক্রয়ের জন্য জড়িত থাকতে হয়। এখন যে প্রশিক্ষণ শুরু হচ্ছে তার মাধ্যমে বিচারকরা সরকারি ক্রয় সংক্রান্ত ও আইনি কাঠামো আধুনিক সরকারি ক্রয়ব্যবস্থার সাংগঠনিক ব্যবস্থাপনা, পাবলিক প্রকিউরমেন্ট সাইকেলের বিভিন্ন ধাপ প্রকিউরমেন্ট প্রসেস ও প্রকিউরমেন্ট প্ল্যানসহ বিভিন্ন বিষয়ে মৌলিক ধারণা পাবেন।’

ইনোভেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি প্রয়োগের মাধ্যেমে ই-জুডিশিয়ালি করার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। এসময় ভার্চুয়াল কোর্ট গঠন ও সঠিকভাবে পরিচালনার জন্য সব বিচারকদের ধন্যবাদ জানান মন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক দক্ষতা অর্জন দক্ষতা বৃদ্ধি সরকারি কাজ সরকারি ক্রয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর