রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আশা চৌধুরী নিহত
৫ জানুয়ারি ২০২১ ১৩:১৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০২১ ১৫:৪৯
ঢাকা: রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় আশা চৌধুরী (২২) নামে এক অভিনেত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৪ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ জানান, রাত একটা থেকে দুইটার মধ্যে টেকনিক্যাল মোড়ে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আশা। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, মৃত আয়শার বাবার নাম আবুল কালাম। তিনি ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারে লেখাপড়া করছিলেন। থাকতেন রুপনগর ২০ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায়। রাতে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহত আশা চৌধুরীর একটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেতা আনিসুর রহমান মিলন লিখেছেন, আমার ২০২১ সালের শুরুর কাজ টি ছিল ১, ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামে এই মেয়েটি অভিনয় করেছে। তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে। তার আত্মার মাগফেরাত কামনা করি।