Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে কাতারের সঙ্গে স্থলসীমান্ত খুলে দিলো সৌদি আরব


৫ জানুয়ারি ২০২১ ১২:১০

দীর্ঘ অবরোধের পর অবশেষে কাতার সীমান্ত খুলে দিয়েছে সৌদি আরব। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা।

এ সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ সিদ্ধান্তে রাজি হয় কাতার ও সৌদি আরব। ইতোমধ্যেই স্থল সীমান্ত খুলে দিয়েছে সৌদি আরব। শিগগিরই নৌ ও আকাশসীমাও খুলে দেওয়া হবে।

সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে ২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

মধ্যপ্রাচ্যে ক্ষমতা সুসংগঠিত রাখতে মিত্রদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টায় যুক্তরাষ্ট্রও সম্প্রতি সৌদি-কাতারের সাড়ে তিন বছরের সংকট নিরসনের পদক্ষেপ নেয়। উভয় দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

কাতার কুয়েত পররাষ্ট্রমন্ত্রী টপ নিউজ যুক্তরাষ্ট্র সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর