শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অব্যাহতি
৫ জানুয়ারি ২০২১ ১১:৪৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২১ ১৪:২২
নেত্রকোনা: নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে রেজিস্ট্রারের দাবি, নানা অনিয়ম ও দুর্নীতির পথকে সুগম এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট নয়ছয় করতেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিন বলেন, ‘টেন্ডার ড্রপ, ট্রেজারারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম কাজ, নিয়োগসহ নানা অনিয়ম করতে না দেওয়ায় এবং সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব তথ্য চলে যাওয়ার ভয়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
কাজী নাসির উদ্দিন বলেন, ‘প্রথমত গত বৃহস্পতিবার টেন্ডার আহ্বান করা হয়েছে। আমাকে অব্যাহতি দিয়েছে। কারণ বেশ কিছু গোপনীয় বিষয় থাকে। এগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানিয়ে দিলে সে অনুযায়ী টেন্ডার সাবমিট করবে। একটি বড় অংকের লেনদেনের মাধ্যমে কাজ পাবে লিঁয়াজোকারী প্রতিষ্ঠান।’
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. রফিকুল্লাহ খান মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে অব্যাহতির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রেজিস্ট্রারকে অব্যহতি দেওয়া হয়েছে। আমি তাকে প্রেষণায় নিয়োগ দিয়েছিলাম, আবার প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় আইনগত ব্যবস্থায় অব্যাহতি দিয়েছি। ইউজিসি, পরিকল্পনা মন্ত্রণালয়সহ আরও অনেকেই তার ওপরে নানা আচরণে বিরক্ত। সিন্ডিকেটও বিষয়টি অবহিত আছেন।’
ভিসি আরও বলেন, ‘এলাকার দীর্ঘদিনের স্বপ্ন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। দুই একজনের কারণে তা নস্যাৎ হতে দিতে পারি না। আমাকে রাষ্ট্রপতি মহোদয় নিয়োগ দিয়েছেন, এ পদ এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রাখতে হবে আমাকে।’