বিদ্রোহী প্রার্থী: মাহতাব-নাছিরের অবস্থান পরিষ্কার চান নেতারা
৪ জানুয়ারি ২০২১ ২২:৩৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে শুধুমাত্র দল সমর্থিত প্রার্থীদের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে নগর আওয়ামী লীগ। এই সিদ্ধান্ত না মেনে যারা বিদ্রোহী প্রার্থীদের সমর্থন অথবা ইন্ধন দেবেন তাদের বিরুদ্ধে কেন্দ্রের কাছে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায়।
সোমবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবারের কার্যনির্বাহী কমিটির সভার একমাত্র এজেন্ডা ছিল চসিক নির্বাচনের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে। এ বিষয়ে বক্তব্য দেন নগর কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, মোহাম্মদ হোসেন, শফিকুল ইসলাম ফারুক, জালালউদ্দিন ইকবাল, মশিউর রহমানসহ আরও কয়েকজন। সবাই বিদ্রোহীদের বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অবস্থান পরিষ্কার করার দাবি তোলেন। তাদের সুনির্দিষ্ট বক্তব্য লিখিতভাবে গণমাধ্যমে পাঠানোর প্রস্তাব করা হয়।
জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান সারাবাংলাকে বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে, জননেত্রী শেখ হাসিনা কাউন্সিলর পদে যাদের সমর্থন দিয়েছেন, তার পক্ষেই নগর, ওয়ার্ড-ইউনিট-থানা কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে কাজ করতে হবে। বিদ্রোহীদের পক্ষে কেউ কাজ করতে পারবে না। কোনো নেতা বিদ্রোহীদের পক্ষে থাকলে বা ইন্ধন দিলে তাকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রের কাছে চিঠি দেওয়া হবে। তবে সবাইকে নৌকার মেয়র প্রার্থীকে প্রাধান্য দিয়েই কাজ করতে হবে। আমাদের সাধারণ সম্পাদক নাছির ভাই এ বিষয়ে একেবারে কঠোর বক্তব্য দিয়েছেন।’
এদিকে কার্যনির্বাহী কমিটির সভা চলাকালে কাউন্সিলর ও সংরক্ষিত পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়া বেশ কয়েকজন দলীয় কার্যালয়ের বাইরে অবস্থান নেন। সভা শেষে নেতারা তাদের আশ্বস্ত করেন বলে জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানার জন্য বেশ কয়েকবার মোবাইলে চেষ্টা করেও আ জ ম নাছির উদ্দীনের সাড়া পাওয়া যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ‘যারা দল করবেন তাদের দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। ভুলে যাবেন না, আওয়ামী লীগ অনেক চড়ায়-উৎরাই পেরিয়ে আজকের এই পর্যায়ে এসেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেভাবে পরিচালিত হব।’
সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সাংগঠনিক নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে। আওয়ামী লীগ মেয়রসহ কাউন্সিলর পদে যাদের মনোনয়ন দিয়েছে তাদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। এখানে কে কোন অবস্থায় আছে আমরা তা বিবেচনা করব না। যারা এর বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের দলীয় সদস্যপদ থাকবে না। সভার সিদ্ধান্ত কেন্দ্রে পাঠানো হবে।’
উল্লেখ্য, চসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দলীয় সমর্থনের বাইরে প্রায় অর্ধশত প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, যাদের বিদ্রোহী বলা হচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ১২ জন বর্তমান কাউন্সিলরও নির্বাচন করছেন। বিদ্রোহীদের অধিকাংশই আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। পুনঃতফসিল অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
অবস্থান কাউন্সিলর চসিক নির্বাচন টপ নিউজ নেতা পরিষ্কার বিদ্রোহী প্রার্থী মাহতাব-নাছির