Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্যান্ডি খাওয়াকে কেন্দ্রকরে কিশোর হত্যা: কারাগারে আরও ২


৪ জানুয়ারি ২০২১ ১৮:২৭

ঢাকা: রাজধানীর মহাখালীতে আরিফ হোসেন (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মুসা মৃধা এবং উজ্জ্বল মিয়া নামে দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৪ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) রাজীব তালুকদার দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১ জানুয়ারি রাতে ড্যান্ডি খাওয়া নিয়ে জনি ও ভিকটিম আরিফের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর জনি তার সঙ্গীদের নিয়ে আরিফ ও তার সঙ্গীদের ওপর হামলা করে। ওই সময় আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেকে) নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় আরিফের বাবা কবির হোসেন বনানী থানায় বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

গত ৩ জানুয়ারি জহিরুল ইসলাম জনি (১৮) নামে এক আসামি কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে শনিবার ওই মামলায় গ্রেফতার করা জোনাকীকে (১২) গাজীপুরের কোনাবাড়ীর কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন আদালত।

অপরাধ কারাগার জেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর