Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালপাড়ে ৩ তলা ভবন, ভেঙে দিল ডিএনসিসি


৪ জানুয়ারি ২০২১ ১৮:১৪

ঢাকা: রাজধানীর মিরপুরে ইব্রাহিমপুর খালের পাড় দখল করে গড়ে তোলা তিন তলা বিশিষ্টি একটি ভবন ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ইব্রাহিমপুর এলাকায় ইব্রাহিমপুর খাল পরিষ্কার ও খালের দুই পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএনসিসি।

এসময় অভিযান পরিদর্শনে গিয়ে সেখানে অবৈধভাবে গড়ে উঠা তিন তলা ভবনটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন মেয়র আতিকু্ল ইসলাম। পরে ইব্রাহিমপুর বাজার খাল পাড়ের কালভার্টের দুই পাশে অবৈধভাবে খালের ওপর নির্মিত আরও কয়েকটি টিনশেড দোকানও উচ্ছেদ করা হয়।

পরিদর্শনকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ওয়াসার কাছ থেকে খালের দায়িত্ব হাতে পাওয়ার পরই খালের অবৈধ দখল উচ্ছেদে আমরা কাজ শুরু করেছি। যত প্রভাবশালী হোক না কেন, খাল দখলদার কেউ ছাড় পাবে না। খাল পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেওয়া হবে। মানচিত্র অনুযায়ী খালের জায়গায় যেসব অবৈধ স্থাপনা আছে, তা একতলা হোক বা ১০ তলা হোক, ভেঙে ফেলা হবে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য খালেও এই অভিযান চালানো হবে।’

মেয়র আরও বলেন, ‘সিএস জরিপ অনুসারে অনতিবিলম্বে ঢাকা শহরের খালের সীমানা চিহ্নিত করে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন করে পানি ধারণের ক্ষমতা বৃদ্ধি, পাড় বাঁধাই করে সবুজায়ন, ওয়াকওয়ে (হাঁটার পথ) ও সাইকেল লেন তৈরির করা হবে।’

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান মোল্লা ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন রশীদ জনি।

বিজ্ঞাপন

ইব্রাহিমপুর খাল ৎ উচ্ছেদ খাল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর