Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীকে প্রতীক দেওয়ার নির্দেশ


৪ জানুয়ারি ২০২১ ১৭:০৮

ঢাকা: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. আলতাফ হোসেন প্রামাণিককে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ অদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দুস কাজল, তার সঙ্গে ছিলেন আইনজীবী আক্তার রসুল (মুরাদ) ও নুসরাত ইয়াসমিন।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন আইনজীবী আক্তার রসুল (মুরাদ)।

পরে এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান, সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নির্বাচনের জন্য গত ২ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ২০ ডিসেম্বর মো. আলতাফ হোসেন প্রামাণিক মনোনয়নপত্র দাখিল করেন। তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার সেটি বাতিল করে দেন।

এরপর আলতাফ হোসেন গত ২৮ ডিসেম্বর আপিলেট অথরিটি (জেলা প্রশাসক) বরাবর আপিল করেন। কিন্তু আপিলটি যথা সময়ে দাখিল না হওয়ায় সেটি আপিল অথরিটি গ্রহণ করেননি। পরে ওই বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।

তিনি আরও জানান, হাইকোর্ট আলতাফ হোসেনের আবেদনের শুনানি নিয়ে আজ তাকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন।

আগামী ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতীক বরাদ্দ বেলকুচি পৌরসভা হাইকোর্ট

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর