Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেপজার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মেজর জেনারেল নজরুল


৪ জানুয়ারি ২০২১ ১৬:৫৬ | আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১৭:০৮

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। বেপজা নির্বাহী চেয়ারম্যান হিসেবে তিনি মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৪ জানুয়ারি) বেপজা নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেন মেজর জেনারেল নজরুল। মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন সম্প্রতি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে যোগ দিলে এই পদটি শূন্য হয়েছিল।

বিজ্ঞাপন

বেপজায় যোগ দেওয়ার আগে মেজর জেনারেল নজরুল রংপুর ক্যান্টনমেন্টে ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। এর আগে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে এরিয়া কমান্ডার অব লজিস্টিক্স হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটি আর্টিলারি ব্রিগেডেরও নেতৃত্ব দেন।

মেজর জেনারেল নজরুল তার বর্ণাঢ্য কর্মজীবনে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), সশস্ত্র বাহিনী বিভাগ এবং সেনা সদর দতরের সামরিক সচিবালয় (এমএস) শাখায় দায়িত্ব পালন করেন। তিনি তিনটি আর্টিলারি ইউনিটের নেতৃত্ব দেন। তার সামরিক কর্মজীবন কমান্ড, স্টাফ ও ইনস্ট্রাকশনাল বিভিন্ন দায়িত্বে অতিবাহিত হয়েছে। তিনি সিয়েরা লিওন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল নজরুল ইসলাম ২০২০ সালে গতিশীল নেতৃত্বের জন্য সম্মানজনক সেনা পারদর্শিতা পদক (এসপিপি) অর্জন করেছেন।

নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা মেজর জেনারেল নজরুল ইসলাম

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর