Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওজন কম দেওয়ায় ২ পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা


৪ জানুয়ারি ২০২১ ১৬:৫৫

ঢাকা: ওজন পরিমাপে কারচুপির অভিযোগে ২ পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর মহাখালী ও তেজগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। বিএসটিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহাখালীর বীর উত্তম এ কে খন্দকার রোড এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, মেসার্স গুলশান সার্ভিস স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলিলিটার কম দিচ্ছে। এছাড়াও তেজগাঁও এলাকার মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ৩টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৫০, ৬০ ও ৫০ মিলিলিটার এবং ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার করে কম দিচ্ছে। দুই পাম্পকে পৃথকভাবে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালাত।

ভ্রাম্যমাণ অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম এবং পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশ নেন।

ওজন পরিমাপ জরিমানা বিএসটিআই মামলা দায়ের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর