Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরের বরকত-রুবেলের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল


৪ জানুয়ারি ২০২১ ১৬:৫৪

ঢাকা: প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

বিজ্ঞাপন

অর্থপাচারের মামলায় বরকত ও রুবেলকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন মো. কামরুল আলম। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

জামিন প্রশ্নে রুল জারির বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি বলেন, ‘দুদকের মামলায় ফরিদপুরের দুই ভাইকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।’

এর আগে গত ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ এই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা করেন। অর্থপাচারের ওই মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।

ফরিদপুর শহরের গোলচামট এলাকায় সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন এলাকা থেকে সাজ্জাদ, রুবেলসহ নয়জনকে গত ৭ জুন গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন আইনে মামলা হয়।

বিজ্ঞাপন

ফরিদপুরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরকত ও রুবেলের বিরুদ্ধে মানি লন্ডারিং ছাড়াও অস্ত্র আইনে দুটি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। বর্তমানে বরকত ও রুবেল কারাগারে আছেন।

জামিন বরকত-রুবেল রুল জারি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর