স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বিএনপির সাজসজ্জা কমিটির সভা
৪ জানুয়ারি ২০২১ ১৫:২৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১৭:১০
ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত বিএনপির সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও প্রদর্শনী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদযাপন সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও প্রদর্শনী কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সভা পরিচালনা করেন সুবর্ণজয়ন্তী উদযাপন সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও প্রদর্শনী কমিটি সদস্য সচিব ইমরান সাহলে প্রিন্স।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সদস্য সচিব আব্দুস সালাম ও সদস্য খায়রুল কবির খোকন।
সুবর্ণজয়ন্তী উদযাপন সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও প্রদর্শনী কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন— নাজিম উদ্দীন আলম, সুলতানা আহমেদ, নেওয়াজ হালিমা আরলী, শাম্মী আক্তার, কাজী রওনকুল ইসলাম টিপু, নিলোফার চৌধুরী মনি, মেজর (আ.) মো. হানিফ, রফিক শিকদার, সাঈদ সোহরাব, বজলুল করিম চৌধুরী আবেদ, আব্দুল মতিন, মশিউর রহমান বিপ্লব, নুরুদ্দিন আহমেদ, জাকির হোসেন সিদ্দিকী, ইয়াসমিন আলী আলমগীর মোহাম্মদ আলম, শহীদুল্লাহ্ ইমরান, তারেকুজ্জামান তারেক, ডাক্তার এ বি এম শফিউল্লাহ, রেজাউল করিম ফাহিম, মো. শরিফ হোসেন খান, ওসমান গণী শাহজাহান, ফয়সাল আহমেদ সজল, মো. ইউসুফ, শওকত আরা উর্মী, নাছিমা আক্তার কেয়া, রুস্তম আলী প্রামাণিক, জে এফ নাঈম, জান্নাতুল ফেরদাউস, আনিসুর রহমান রাশেদ, সঞ্জয় কুমার দে, এ এন এম মাহিদ উদ্দিন ভূইয়া, কে এম সাখাওয়াত হোসাইন, দেওয়ান মঈনুল ইসলাম, অ্যাডভোকেট খন্দকার শরিফ নেওয়াজ, আজিজুল হক পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মো. ফখরুল প্রমুখ।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছবি ও প্রকাশিত বই সংগ্রহ করে প্রদর্শনীর ব্যাপারে সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া সারাদেশে দলীয় কার্যালয়, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও স্থাপনাগুলো সাজসজ্জা এবং মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করে মেলায় প্রদর্শনের ব্যাপারেও সবাই একমত পোষণ করেন।