Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে অতিথি পাখি বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড


৪ জানুয়ারি ২০২১ ১৫:০২ | আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১৮:০১

হবিগঞ্জ: অতিথি পাখি বিক্রি করার সময় রনি আহমেদ নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ জানুয়ারি) বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে বনবিভাগ এবং থানা পুলিশের সহযোগিতায় বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায় এ অভিযান চালানো হয়।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার সারাবাংলাকে জানান, রনি আহমেদ নামে ওই যুবক দীর্ঘদিন ধরে অতিথি পাখিসহ বিভিন্ন পরিযায়ী এবং বিপন্ন পাখি শিকার করে কৌশলে বিক্রি করছে; এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তিনি জানান, বন্যপ্রাণি সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত করা হয়।

অতিথি পাখি কারাদণ্ড মৌলভীবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর