Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফাঁকি দেওয়া’ ৮ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট জমা দিলো ওয়ান ব্যাংক


৪ জানুয়ারি ২০২১ ১৪:৩২ | আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১৬:৩৮

ঢাকা: ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা করে ওয়ান ব্যাংকের ৮ কোটি ২৯ লাখ টাকা অপরিশোধিত ভ্যাট উদঘাটন করেছিল। ব্যাংকের পক্ষ থেকে তা আজ জমা দেওয়া হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, ভ্যাট গোয়েন্দার নিরীক্ষায় দেখা যায় বাণিজ্যিক ব্যাংকটি ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ তিন অর্থবছরে নিয়মবহির্ভূতভাবে রেয়াত গ্রহণ করেছে। এর ফলে ভ্যাট পরিশোধের দায় উদ্ভূত হয়। ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল শুনানিতে বক্তব্য গ্রহণের পর্যায়ে উত্থাপিত অডিট আপত্তিটি ব্যাংক কর্তৃপক্ষ মেনে নেন।

বিজ্ঞাপন

ওয়ান ব্যাংক আজ অডিট আপত্তি অনুযায়ী স্বেচ্ছায় ৮ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়। এই টাকা এনবিআরের ভ্যাট রাজস্ব হিসাবে যোগ হবে।

মইনুল খান আরও জানান, ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন নিরীক্ষা দলের নেতৃত্বে ছিলেন। এর মাধ্যমে সরকারের রাজস্বখাতে আরও রাজস্ব জমা হলো।

অপরিশোধিত ভ্যাট ওয়ান ব্যাংক ভ্যাট গোয়েন্দা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর