Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রীবাহী কোচে ডাকাতি, দলের এক নারী সদস্য আটক


৪ জানুয়ারি ২০২১ ১৩:১৯

হিলি: ঢাকা থেকে দিনাজপুর গামী ছেড়ে আসা যাত্রীবাহী কোচে ডাকাতির সময় ডাকাত দলের সদস্য নাজমুন নাহার রিপা (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ছয়টি চাকু জব্দ করা হয়েছে।

বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে সোমবার (৪ জানুয়ারি) ভোর পাঁচটায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মাহাসড়কের নবাবগঞ্জ মতিহারা ব্রিজের কাছ থেকে ওই নারীকে আটক করা হয়। তিনি দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা বাসিন্দা। স্বামীর নাম সেলিম শেখ।

বিজ্ঞাপন

মিথুন সরকার জানান, রোজিনা পরিবহনের বাসটি ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে যাচ্ছিল। যাত্রীবেশে আটজন ডাকাত সদস্য ওই বাসে ওঠেন। গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর আসার সময় ডাকাত দল যাত্রীদের জিম্মি করে ফেলে। চালককে সরিয়ে গাড়িটির নিয়ন্ত্রণও নিয়ে নেয় তারা। কাটাবাড়ি এলাকায় পৌঁছালে গাড়ির হেলপার লাফ দিয়ে নেমে ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ বাসটিকে আটকে ফেলে। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আটক হন ওই নারী।

সার্কেল এএসপি বলেন, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পালিয়ে যাওয়া ডাকাত দলকে আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।

ডাকাতি ঢাকা হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর