Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার


৪ জানুয়ারি ২০২১ ১২:৪৮

নেত্রকোনা: পৌরসভাধীন বাঁকা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকাল আটটার দিকে স্থানীয়রা খবর দিলে নেত্রকোনা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সারাবাংলাকে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাশাপাশি, থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে – বলেও জানিয়েছেন ওসি।

এ প্রতিবেদন লেখা অবধি কেউ ওই মরদেহের খোঁজ-খবর নিতে আসেনি।

গলাকাটা মরদেহ উদ্ধার নবজাতক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর