করোনায় মারা গেলেন বিআরটিএ সচিব
৪ জানুয়ারি ২০২১ ১১:৪৬ | আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১৪:২৭
ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রশাসন বিভাগের সচিব ওলিউর রহমান করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
সোমবার (৪ জানুয়ারি) সকাল আটটার দিকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিআরটিএ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওলিউর রহমান এর আগে রাজউকের প্রশাসন বিভাগের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের যুগ্মসচিব।
ওলিউর রহমানের আপন ভাই মো. মামুন জানান, বেশ কিছুদিন যাবত তিনি পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান।