দপদপিয়া সেতুর টোল ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা
৪ জানুয়ারি ২০২১ ০৮:৩৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১২:০৯
বরিশাল: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোল ক্যাশিয়ার রুম্মান বিশ্বাসকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় হামলার শিকার হন তিনি।
রুম্মান বিশ্বাস দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে।
রুম্মানের চাচাতো ভাই মুন্না বিশ্বাস অভিযোগ করেন, জমিজমা নিয়ে তাদের সঙ্গে স্থানীয় আল-আমিন, জিহাদ, আলমগীর, রানা ও মনিরসহ অন্যদের বিরোধ ছিল। সন্ধ্যার পর রুম্মান টোলপ্লাজায় ডিউটি করতে যাচ্ছিলেন। এ সময় আল-আমিনের নেতৃত্বে দুর্বৃত্তরা রুম্মানের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আ. হালিম তালুকদার জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ক্যাশিয়ার রুম্মান বিশ্বাস বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু হত্যা